প’রকীয়ার প্রতিবাদ করায় তা’লাক দেন স্বামী, ক্ষো’ভে বটি দিয়ে কো’পান স্ত্রী

দুবাই প্রবাসী সোহেলের প’রকীয়ার প্রতিবাদ করায় তার মুখে তালাকের কথা শুনেই স্ত্রী শিউলি আক্তার রাগে তাকে বঁটি দিয়ে কু’পিয়ে একাই হ’'ত্যা করে। শিউলিকে গ্রে'’ফতারের পর রোববার সকালে ফেনী র‍্যাব' ক্যাম্পে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমর'ান প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি জানান, ফেনী শহরের দুবাই প্রবাসী সোহেলকে হ’'ত্যার পরপরই আ'সামি শিউলী ট্রেনে চট্টগ্রাম ফটিকছড়িতে যান। সারাদিন সেখান থেকে রাত ৮টার দিকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়ে ভোর সাড়ে ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় চাচার বাসায় আ’ত্মগোপ'ন করে ছিল শিউলী। গোপ'ন খবরে র‍্যাব' তাকে রোববার সন্ধ্যায় সেখান থেকে গ্রে'’ফতার করে। এ সময় শিউলির দুই সন্তান রিহান ও জান্নাতকে মায়ের সঙ্গে নিয়ে আসা হয়।

পরে শিউলির দেখানো মতে তাদের শহরের সুফি ছদর উদ্দিন সড়কের বাসার পাশে ডোবা থেকে হ’'ত্যাকাণ্ডের সময় ব্যবহার করা বঁটি উ'দ্ধার করা হয়। শিউলির ব্যবহার করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে তার প’রকীয়ার কোনো প্রমাণ পায়নি র‍্যাব'।

Interesting For You

স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমর'ান আরো জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে স্বামী সোহেলের প'রকী'য়া নিয়ে শিউলির তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে সোহেল শিউলিকে মৌখিকভাবে তালাক দেয়। এতে শিউলী চরমভাবে ক্ষি’'প্ত হয়। সোহেল যখন বিছানায় বসে মোবাইল ফোনে ব্যস্ত এ অবস্থায় শিউলী রান্নাঘর থেকে বঁটি এনে সোহেলের ঘাড়ে কো'প মা'রে। পরে মৃ'’ত্যু নিশ্চিত করতে আর কয়েকটি কো'প মা'রে। এ সময় তাদের সন্তানরা ঘু'মে ছিল।

পরে বঁটি জানালা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। একপর্যায়ে শিউলী তার দুই সন্তানকে নিয়ে বাড়ির কেয়ারটেকারকে তার বাবা মা’রা যাওয়ার কথা বলেই রাতে পালিয়ে যায়।

এদিকে শুক্রবার ফেনী শহরের সুফি ছদর উদ্দিন সড়কের সোহেল হ’'ত্যাকাণ্ডের ঘটনায় তার মা নিরলা বেগম বাদী হয়ে সোহেলের স্ত্রী শিউলি আক্তারকে একমাত্র আসা’মি করে ফেনী মডেল থা’নায় একটি হ’'ত্যা মা’ম'লা দায়ের করেন। – ডেইলি বাংলাদেশ