
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ'ভিনেত্রী বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে পরীমনি অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অ'ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের খবরের শিরোনাম হলেন এই বিউটি কুইন।
নতুন খবর হচ্ছে, মা’দক মা’ম'লায় তৃতীয় দফায় একদিনের রি'মান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অ'ভিনেত্রী পরীমণিকে শনিবার (২১ আগস্ট) ফের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারা'গারে পাঠানো হয়েছে। আ'দালত থেকে সন্ধ্যায় কারা'গারে নেয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর তার পাশের কক্ষেই রয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃ’ত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টিনে রয়েছেন হেলেনা জাহাঙ্গীর।
বি'ষয়টি নিশ্চিত করেছেন কারা'গারের অতিরিক্ত দায়িত্বপ্রা'প্ত জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল।
জেল সুপার জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) আ'দালতের নির্দেশে মা'দক ও বিশেষ ক্ষ'মতা আইনে করা মা’ম'লায় গ্রে''প্ত ার হেলেনা জাহাঙ্গীরকে এই কারা'গারে পাঠানো হয়। তাকে কারা'গারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার তার পাশের কক্ষেই পরীমণিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এর আগে দ্বিতীয় দফার রি'মান্ড শেষে আ'দালতের নির্দেশ অনুযায়ী গত ১৩ আগস্ট পরীমণিকে কাশিমপুর কারা'গারে পাঠানো হলে কারা'গারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়। এবার তৃতীয় দফার রি'মান্ড শেষে সেই একই ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে তৃতীয় দফা রি'মান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল অ'ভিনেত্রী পরীমণিকে।
আরও পড়ুন