মশার কামড়ে প্রাণ গেল ৩১ জনের

চলতি বছরে এডিস মশার কামড়ে ডেঙ্গু' আ'ক্রা'ন্ত হয়ে ৭ হাজার ৪৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃ'ত্যু হয়েছে। ৪ জন ছাড়া বাকিরা সবাই ঢাকা বিভাগের বাসি'ন্দা ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমা'র্জেন্সি অ’পারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু' বি'ষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞ'প্ত িতে বলা হয়, ডেঙ্গু' আ'ক্রা'ন্ত হয়ে মৃ'তদের মধ্যে ২৭ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগের ১ জন।

বিজ্ঞ'প্ত িতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু' আ'ক্রা'ন্ত হয়ে নতুন ২৭৮ জন ভর্তিসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৬৮ জন।

Interesting For You

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জনের ডেঙ্গু' শনাক্ত হয়েছিল। জুনে ১৭২ জন। জুলাইয়ে এসে ২ হাজার ২৮৬ জন হয়েছে। তাতে সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গু'তে মোট শনাক্ত দাঁড়ায় ২ হাজার ৬৫৮ জন। জুলাই থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ 'হতে শুরু করে। আগস্টে এসে চিত্রটি উদ্বেগজনক হয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসেবে ডেঙ্গু' আ'ক্রা'ন্ত হয়ে ২০১৯ সালে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃ'ত্যু হয়। সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃ'ত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গু'তে মৃ'ত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর। ওই বছর সারা দেশে ডেঙ্গু' আ'ক্রা'ন্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল।

ডেইলি বাংলা