
চুল নিয়ে আমর'া প্রত্যেকেই কম-বেশি চিন্তিত। করোনাকালে স্পা কিংবা স্যালুনে গিয়ে চুলের পরিচর্যা যেহেতু একটু কমে গিয়েছে, তাই বাড়িতে বসেই নিতে হবে চুলের যত্ন।
এক্ষেত্রে অনেকেই ভাবেন, বাইরে বেরনো কম হচ্ছে বলে শ্যাম্পুর পরিমাণ স'প্ত াহে কমানোই ভালো। কিন্তু চুলের যত্নে শ্যাম্পু কিন্তু স'প্ত াহে ২-৩ বার করতেই হবে।নিজের
চুলের ধরন দেখে শ্যাম্পু বেছে নিন। কিন্তু শ্যাম্পুর সময় এক চামচ চিনি মিশিয়ে দে খু'ন কী অ'সাধারণ কাজ দেয়। মাথার চামড়ায় এই চিনি ক্লিনজিং, ময়শ্চারাইজিংয়ের
কাজ করবে দারুণভাবে।অনেক সময় শ্যাম্পু করার পরও আমা'দের চুলে সেই উজ্জ্বলতাটা আসে না। ১ চামচ চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুল ফিরে পাবে তার
স্বাভা'বিক উজ্জ্বলতা।চুলে খুশকির সমস্যা কমাতেও এই টোটকাই কাজে লাগাতে পারেন। নিয়মিত শ্যাম্পুর সঙ্গে যদি এক চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করেন, তাহলে তা আস্তে আস্তে ত্বকের মৃ'ত কোষগু'লো পরিষ্কার করে ফেলবে। ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।মজবুত ঘন চুল পেতে কার না ভালো লাগে। কিন্তু
বেশির ভাগ ক্ষেত্রেই প্রচুর পরিমাণে চুল ঝরে চুল পাতলা হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয়।